বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরাইলে নতুন কমিটি বাতিল দাবিতে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
সরাইলে নতুন কমিটি বাতিল দাবিতে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে একাংশের নেতাকর্মীদের ঝাড়ু মিছিল -যাযাদি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথ সভা করেন তারা।

1

সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি ওসমান খান, বিএনপির সাবেক নেতা আফজাল হোসেন, বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, বর্তমান ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

সভায় বক্তারা নব-গঠিত উপজেলা বিএনপির কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে