বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

যানজট নিরসনে চাঁদপুর পৌরসভায় চলবে ২ রঙের ইজিবাইক

চাঁদপুর প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
যানজট নিরসনে চাঁদপুর পৌরসভায় চলবে ২ রঙের ইজিবাইক

চাঁদপুর শহরের যানজট নিরসনে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যাটারী চালিত লাইসেন্সেধারী ইজিবাইক জোড় সংখ্যার রং হবে লাল এবং বে-জোড় সংখ্যার রং সবুজ। এ কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরের গাড়ি সংখ্যা কমবে এবং যানজট অনেকটা কমে আসবে।

বুধবার পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখাগেছে ইজিবাইকগুলোর নতুন নম্বর পেস্নট প্রদান এবং জোড় ও বে-জোড় সংখ্যায় কালার করে দিচ্ছেন শ্রমিকরা।

1

পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এ কাজটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পৌর এলাকায় ইজিবাইক চালক ও মালিকদের উদ্দেশে মাইকিং করে ঘোষণা করা হয়েছে। পৌরসভায় ২ হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর পেস্নট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি।

শহরের ওয়ারলেছ এলাকার ইজিবাইক চালক মজিবুর রহমান, পুরাণ বাজারের সোলাইমান মিয়া বলেন, যানজট নিরসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে স্বাগত জানাই। তবে দুই কালারের গাড়ি একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে।

উপপরিচালক স্থানীয় সরকার ও চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, শহরের যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ ফেব্রম্নয়ারি থেকে সবুজ রঙের বে-জোড় সংখ্যা এবং জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। এর ফলে অবৈধ কোন ইজিবাইক চলাচল করতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে