বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সুন্দরবনে হরিণ শিকার অব্যাহত, মাংস মাথা ও পা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
সুন্দরবনে হরিণ শিকার অব্যাহত, মাংস মাথা ও পা উদ্ধার

বাগেরহাটের পুর্ব-সুন্দরবন থেকে অবৈধভাবে হরিন শিকার অব্যাহত রয়েছে। কর্তব্যরত বন রক্ষীরা ডিউটি করাকালিন জবাইকরা হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার করলেও কোন চোরা শিকারীকে আটক করতে পারেনি। বুধবার বিকেলে বাগেরহাটের পুর্ব-সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি ফরেস্ট স্টেশন সংলগ্ন ঘাগড়ামারী এলাকা থেকে এই হরিণের মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বাবু বলেন, সুন্দরবনে হরিণ পাচারকারী চক্র ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে ঘাগড়ামারি ক্যাম্পের বনরক্ষী ইউসুফ হাওলাদার, মহিউদ্দিন ও জয়নুল আবেদীন অভিযানে যান। এ সময় হরিণ শিকারি চক্র তাদের দেখে ধারালো অস্ত্র উচিয়ে হুমকি প্রদর্শন করে। বনরক্ষীরা ফাঁকা গুলি ছুড়লে শিকারীরা মাংস ফেলে পালিয়ে যায়। পরে তলস্নাশী চালিয়ে শিকারীদের ফেলে রাখা ৩০ কেজি হরিণের মাংস, দুটি মাথা ও ৭টি পা উদ্ধার করা হয়।

1

বনের মধ্যে পালিয়ে যাওয়া ৪ জন হরিণ শিকারির মধ্যে ৩ জনের পরিচয় সনাক্ত করা গেছে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে