বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে পৌষ পার্বণের অনবদ্য আয়োজন

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঠাকুরগাঁওয়ে পৌষ পার্বণের অনবদ্য আয়োজন

ঠাকুরগাঁও জেলা সাহিত্য পরিষদের আয়োজনে উদযাপিত হলো পৌষ পার্বন। 'পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয় আয় আয়'- এই আহবানের মধ্য দিয়ে একটি প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সাহিত্যিক শিল্পী কবি আবৃত্তিকার নৃত্যশিল্পীসহ প্রায় অর্ধশত শিল্পানুরাগী।

একে একে পরিবেশিত হতে থাকে ঐতিহ্যবাহী পৌষ পার্বণের উপর স্বরচিত ও বিখ্যাত কবিদের কবিতা, সঙ্গীত, আলোচনা, নৃত্য। তার ফাঁকে ফাঁকে চলে পিঠা উৎসব, দেশি খাওয়া দাওয়া আনন্দসহ প্রাণবন্ত আড্ডা। প্রাণের উৎসবে একটা শীতের রোদ বিকেল তাড়াতাড়িই যেন শেষ হয়ে যায়।

1

শুক্রবার জেলা শহরের হাজিপাড়ার বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম কামুর বাসভবনের উঠোনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি আজিজুল রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রতু্যষ চ্যাটার্জি। এ ছাড়া আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট আজিজুর রহমানসহ অন্যরা। সঞ্চালনায় ছিলেন মৌসুমি রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে