যশোরের মণিরামপুরে দুই নান্দনিক কাজের উদ্বোধন করলেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বৃহস্পতিবার তিনি মণিরামপুর পৌর মিনি পার্ক ও যানজট নিরাসন এবং চুরি-ছিনতাই রোধে পৌর শহরে সিসি ক্যামেরার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এসব উদ্বোধনের পূর্বে তিনি উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদার জানান, পৌরসভাটিকে নান্দনিকভাবে গড়ে তুলতে এবং শিশু কিশোরদের বিনোদনের জন্য পৌরভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্নার উদ্যোগে মিনি পার্কটি স্থাপন করা হয়েছে। যার নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ টাকা। পৌরসভার অর্থায়নে মেসার্স ফয়জুল ইসলাম ঠিকাদারের মাধ্যমে কাজটি হয়েছে। মোহনপুর বটতলা নামক স্থানে যাত্রী ছাউনিটি সংস্করণ পূর্বক আধুনিকায়ন করে নান্দনিক ফুলের বাগিচা ঘেরা এই পার্কটি বেশ শোভাবর্ধন করেছে। যেটা দেখতে বিভিন্ন দর্শনার্থীদের ভিড় জমছে।
এছাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ নয়টি স্থানে যানজট নিরাসন ও চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আড়াই লাখ টাকা ব্যয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।