বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৮৩ অবৈধ মোবাইল ফোনসহ গ্রেপ্তার ২

যাযাদি রিপোর্ট
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৮৩ অবৈধ মোবাইল ফোনসহ গ্রেপ্তার ২
বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন উদ্ধারসহ দু'জনকে গ্রেপ্তার করে ডিবি -সংগৃহীত

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধপথে আনা বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন জব্দ এবং এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটি বলছে, গ্রেপ্তার দু'জন এই চোরাচালান চক্রের সদস্য।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজপ ক্রাইম ইনভেস্টিগেশন টিম। গ্রেপ্তারকৃতরা হলো, খন্দকার তাওহিদ হাসান তুহিন ও মো. রাজন।

1

শুক্রবার রাতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীতে বিশেষ অভিযানকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মিরপুরের শাহআলী থানা এলাকায় একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধপথে আনা বিভিন্ন মডেলের মোবাইল ফোন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিন ও রাজন নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন ও একটি ক্যাশ মেমো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে