পাঠ্যবই থেকে 'আদিবাসী' শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় 'তীব্র নিন্দা ও প্রতিবাদ' জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, 'পুলিশ ও ভুঁইফোর ছাত্র সংগঠনের নেতাকর্মীদের এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'
ওই হামলার প্রতিবাদে ডাকা কর্মসূচিতে 'পুলিশি হামলার' নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, 'এই হামলা ঠেকাতে না পারার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।'
সংগঠনটি মনে করে, 'হাজার বছর ধরে এই ভূখন্ডে বসবাস করছেন পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তারা এই ভূখন্ডের আদি বাসিন্দা। তাই তাদের আদিবাসী না বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্য কোনো নামে অভিহিত করা অন্যায়।'
বিবৃতিতে বলা হয়, 'হামলা করে আন্দোলন দমন ছিল পতিত স্বৈরাচারের স্বাভাবিক চরিত্র। সেই দমনপীড়ন এবং অত্যাচারী শাসনের প্রতিবাদেই জুলাই-আগস্টে রাজপথে নেমে এসেছিল আপামর জনসাধারণ। "ছাত্র-জনতার গণঅভু্যত্থানে বিদায় নেয় ফ্যাসিবাদী সরকার। কিন্তু বর্তমান সরকারও যদি সেই একই পন্থায় আন্দোলন দমনের পথে হাঁটে, তবে তা হবে অভু্যত্থানের প্রকৃত চেতনার পরিপন্থি। ছাত্র-জনতা যে লক্ষ্যে আত্মদান করেছে, তার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করার শামিল হবে।'