\হতিন জেলায় মাদক ও অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে কুষ্টিয়ায় বিদেশী পিস্তুল ও চাকুসহ ছাত্রলীগ নেতা, হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগ নেতা এবং সাতক্ষীরার শ্যামনগরে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
কুষ্টিয়া সদর প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদেশি পিস্তল ও চাকুসহ রজব সরকার (৩৫) এবং দুর্জয় আলী (২৩) নামে দুই ভূয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম।
তারা হলেন- দৌলতপুর উপজেলার বাহির মাদী সরকারপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে রজব সরকার এবং একই এলাকার ফজলুল হকের ছেলে দুর্জয় আলী। রজব মথুরাপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চোরাচালানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়ে তাদের বিদেশি পিস্তল ও চাকুসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে সংঘাতে উস্কানি দেওয়া এবং ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত হবিব মিয়ার ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়- শুক্রবার বিকালে জায়গা নিয়ে শিবপুর এবং মিরনগর গ্রামের লোকজনের মধ্যে সামান্য সংর্ঘষ হয় এবং স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু মিজান মীর নগর গ্রামের লোকজনকে সংঘাতের দিকে উস্কে দেন। তাছাড়া ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে অভিযোগে যুবদল নেতা আমিনুল ইসলামের দায়ের করা মামলার পলাতক আসামি তিনি।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে আরিফুজ্জামান আইলু (৩৬) ও মিজানুর রহমান (৩৬) নামে দুই জনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বাদঘাটা ও পরাণপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার বোতল ফেনসিডিল, এক বোতল ভারতীয় মদ, একশ' গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর মোল্যা বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শুক্রবার রাতে দুটি অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শ্যামনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।