দিনাজপুরের ঘোড়াঘাটে হরিপাড়া হাট ও কানাগাড়ী মৌজায় সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার কানাগাড়ী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে গোলাম রব্বানি একের পর এক সড়ক ও জনপথের কর্মকর্তা ও সার্ভেয়ারকে ম্যানেজ করে সড়কের ধারে পাকা দোকানঘর নির্মাণ করে তা ভাড়া দিয়ে আসছেন। সম্প্রতি গত কয়েকদিন ধরে আবারো মার্কেট নির্মাণের জন্য দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের হরিপাড়া হাটের কানাগাড়ী মৌজায় সড়কের কাছে মাটি ফেলার কাজ শুরু করেছেন। এ ব্যাপারে একই গ্রামের আসলামুল হক বাদী হয়ে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগকারী আসলামুল হক বলেন, 'আমার অভিযোগ পেয়ে সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার অমিত সেন ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং আমাকে বলেন আরএস ও এসএ রেকর্ডের ম্যাপ দুটি সংগ্রহ করে রাখেন, আমি মাপার জন্য যাচ্ছি। সার্ভেয়ার আসলে আমি ম্যাপ দুটি সার্ভেয়ারকে দিতে যাই। সার্ভেয়ারের সামনেই আমাকে ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করেন বিবাদী গোলাম রব্বানি ও তার লোকজন। এ ঘটনায় আমাকে ম্যাপ দুটি না দিয়ে ও সড়ক ও জনপথের জমি মাপযোগ না করে সার্ভেয়ার সেখান থেকে চলে যান।'
এছাড়াও অভিযোগকারী বলেন, 'বিবাদী যেখানে মার্কেট নির্মাণ করছেন তার পেছনের কানাগাড়ী মৌজার ২৭ শতাংশ জমি আমার পিতা আবুল হোসেনের নামে এবং পাশের গাছ লাগানো জমিতে রাতের আঁধারে মাটি ভরাট করছেন বিবাদী পক্ষের লোকজন। সড়ক ও জনপথে অভিযোগ দেওয়ায় সন্ত্রাসী কায়দায় বিবাদী পক্ষের লোকজন আমাকে নানা হুমকি দিচ্ছেন।'
এ বিষয়ে দিনাজপুর সড়ক ও জনপথের সার্ভেয়ার অমিত সেন বলেন, 'বিষয়টি নিয়ে আমি দুই দিন সেখানে গিয়ে মাপামাপি করেছি। সেখানে আমাদের দুটি সীমানা পিলার রয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে, যা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া আমি পিলারের সাইট থেকে সরে বিল্ডিং করতে বলেছি।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে অবগত আছি, তবে এই বিষয়টি সড়ক ও জনপথের।