নীলফামারীর জলঢাকায় জোরপূর্বক জমি দখল এবং থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইয়াকুব আলী (৩৮)।
মঙ্গলবার সন্ধায় প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের পক্ষে ফেরদৌস আলম, রবিউল ইসলাম, সাজু আহমেদ ও সাব্বির আহমেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে ইয়াকুব আলী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ১৬ জানুয়ারি একটি ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম কর্তৃক আমি ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন।
ইয়াকুব আলী বলেন, বালাগ্রাম ইউনিয়নের সাইটনালা বাজার সংলগ্ন জমি, যার দাগ নং ৩৬৫, খতিয়ান নং ১৫৭ শ্রী বিনোদ চন্দ্র বিহারীর নিকট থেকে গত ২০০৩ সালে খালেকুজ্জামান নামের ব্যক্তি ক্রয় করে এবং তিনি ২০১০ সালে সাইফুল ইসলামসহ বিভিন্ন লোকের কাছে পুনরায় বিক্রি করেন। এরই ধারাবাহিকতায় গত ২০২২ সালে নতুন দাগ ১৫৪ যার খতিয়ান নং ৪৮৯ সাইফুল ইসলামের নিকট আমি ক্রয় করে ভোগদখল করে আসছি।
ঘটনার দিন আমি জমিতে নির্মানাধীন কাজ করা ও গাছ কর্তন করার সময় এমদাদুল হক, ওয়াহেদুল ইসলাম, তহিদুল ইসলাম, শাহিন ও রশিদুল ইসলাম আমার নিকট চাঁদা দাবি করেন।
তখন আমি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিষয়টি জানাই এবং তারা বিকাল ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এমদাদুল হক গংদের সঙ্গে কথা বলে মীমাংসার ব্যবস্থা করেন।
ইয়াকুব আলী অভিযোগ করে বলেন, পরবর্তীতে ময়নুল ইসলাম সরেজমিনে তদন্ত না করে এবং ঘটনার সমাধান না করে আমার পরিবার ও জমির মূল মালিকদের আসামি করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।