সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কক্সবাজারে পাসপোর্টের আবেদন করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
কক্সবাজারে পাসপোর্টের আবেদন করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। পরে কক্সবাজার সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।

গত মঙ্গলবার বিকেলে পাসপোর্টের জন্য আবেদন করতে আসা সন্দেহজনক রোহিঙ্গা দুই নারীর কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তাদের মিয়ানমারের নাগরিক হওয়ার তথ্য বেরিয়ে আসে। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান।

আটক দুই রোহিঙ্গা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের (ক্যাম্প-৪) সি বস্নকের বাসিন্দা। এর মধ্যে একজন ১৬ বছরের কিশোরী। অপরজন কুতুপালং আশ্রয়শিবিরে রোহিঙ্গা আয়ুব খানের মেয়ে মারজানা বিবি প্রকাশ মরিয়াম বিবি (২২)।

ওসি ইলিয়াস খান বলেন, এই দুই রোহিঙ্গা তরুণী ক্যাম্প থেকে গোপনে এসে দালালের মাধ্যমে বাংলাদেশি নাগরিক সেজে পাসপোর্ট করার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত দালালদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে