বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিভিন্ন দাবি ও প্রতিবাদে পাঁচ জেলায় বিক্ষোভ-মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিভিন্ন দাবি ও প্রতিবাদে পাঁচ জেলায় বিক্ষোভ-মানববন্ধন
নসিংদীতে ঘোড়াশালে বাজারে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন -যাযাদি

বিভিন্ন দাবি ও প্রতিবাদে পাঁচ জেলায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ, জয়পুরহাট, পিরোজপুরের ইন্দুরকানী, নরসিংদীর ঘোড়াশাল ও কক্সবাজারের উখিয়ায় এসব কর্মসূচি পালিত হয়। প্রতিনিদিদের পাঠানো খবরে বিস্তারিত-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্‌তাব উদ্দিন ডিগ্রি কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ হলেও শিক্ষার্থীরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। সরকারি নিয়ম অনুযায়ী এইচএসসি শিক্ষার্থীদের মাসিক বেতন ২০ টাকা এবং অনার্স ও ডিগ্রি শিক্ষার্থীদের বেতন ২৫ টাকা নেওয়ার কথা থাকলেও তা যথাক্রমে ১২০ ও ৩০০ টাকা নেওয়া হচ্ছে। উপজেলার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানটিতে অধ্যায়ন করলেও বর্তমানে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই নগণ্য, ঝুকিঁপূর্ণ অবকাঠামো, শিক্ষার্থীদের পরিচয়পত্র সরবরাহ না করা, মেয়ে শিক্ষার্থীদের ওয়াশ রুমের সুব্যবস্থা না থাকা, শিক্ষকদের ক্লাসে পাঠদান করানোর থেকে প্রাইভেট পড়ানোর প্রতি আগ্রহ বেশী, খেলার অনুপযোগী খেলার মাঠসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে। একই দাবিতে গত বুধবার কলেজ ক্যাম্পাসে ছত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয়।

জয়পুরহাট প্রতিনিধি জানান, পুলিশ প্রশাসন এবং জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক আওয়ামী সন্ত্রাসী লীগকে সমর্থন ও তাদের প্রতি নীরব ভুমিকা পালনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার শহরের জিরো পয়েন্টে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সালেহুর রহমান সজিব, নিয়ামুর রহমান নিবির, ছামিতুন ইসলাম মিতুন, কেএম সাজিন, খাইরুন নাহার, মুবাশশির আলী সিহাব, কেএম সাজিন, মোহতাসিম মিনাল, এহসান আহম্মেদ নাহিদ, মাইনুল ইসলাম রিসালাত প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তাকেটে ৩৫ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন আব্দুল করিম নামের এক ব্যক্তি। উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল করিম জোর করে চলাচলের রাস্তা কেটে ৩ বছর ধরে ৩৫টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, জামায়াত নেতা শাহারুল আলম, বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশের ঘোড়াশালের ঐতিহ্যবাহি সাদ্দাম বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল সাদ্দাম বাজারের পাশের সড়কে শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী এই মানববন্ধন করেন। শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে ওঠা এই বাজারটিতে আগামী ২৬ জানুয়ারি উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বিআইডবিস্নউটিএ। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, কয়েক দিন পর পর রেলওয়ে ও বিআইডবিস্নউটিএ বাজারটির জমি নিজেদের দাবি করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ঘোড়াশাল সাদ্দাম বাজার সমিতির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক নির্মল বাবু,ব্যবসায়ী মোস্তাক আহমেদ, বিএনপি নেতা শাহিন বিন ইউসুফ, লোকমান হোসের, জয়নাল আবেদীন ও ইসলামী শাসনতন্ত্রের নেতা ইকরাম হোসেন প্রমুখ।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার মনখালীতে বন বিভাগ কর্তৃক ন্যাক্কারজনকভাবে নিরহ লোকদের শত বছরে বসবাসরত বসতভিটা উচ্ছেদের নামে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গহত বুধবার এলাকাবাসীর আয়োজনে সমুদ্র উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের মনখালীর প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ ও রেঞ্জ কর্মকর্তা মিনহাজুল ইসলাম চৌধুরী মিনারকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনের বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ব্যারিস্টার ফারদীন সাফাত, উখিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জহুর আহমদ চৌধুরী, বিএনপির তথ্য ও দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেলিম সিরাজী, যুব নেতা রফিকুল হুদা চৌধুরী, উখিয়া ছাত্রদলের সাবেক সভাপতি প্রভাষক আরাফাত চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার ইসলাম, রুবেল ও জামাত নেতা আব্দুল মাবুদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে