রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বাজিতপুরের হাওড়ে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তা নির্মাণ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাজিতপুরের হাওড়ে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তা নির্মাণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আয়নারগোপ কবরস্থান হতে পারকচুয়া বোরাগাছ সংলগ্ন ৫০০ মিটার কাঁচা রাস্তার কাজ ৩ গ্রামের লোকজন নিজস্ব অর্থায়নে নির্মাণ করছেন।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, গত ত্রিশ বছর ধরে রাস্তা না থাকার কারণে বৈশাখ ও জৈষ্ঠ্য মাসে গ্রামবাসীদের নৌকা দিয়ে ধানগুলো আনতে হতো। কয়েক সরকার বদল হলেও তাদের এ রাস্তার সমাধান কেউ করতে পারেনি। রাস্তার সমাধান করতে না পারায় এ ৩ গ্রামের লোকজন নিজস্ব অর্থায়নে গত ৩ দিন ধরে কাঁচা রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মাইজচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন মিয়া, চেয়ারম্যান প্রার্থী মিজবাহ উদ্দীন মিজান, মোঃ কবির হোসেনসহ অসংখ্য গ্রামবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে