খুলনা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন বলেছেন, 'পুলিশ জনগণের বন্ধু এবং জনগণের সেবক। মানুষের যানমাল রক্ষার্থে এবং জনজীবনে স্বস্তি ফিরাতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।'
গত বুধবার বিকালে ডুমুরিয়ায় থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন থানার ওসি মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া সহকারী কমিশনার (ভুমি) আসাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আনিচুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (বিসার্কেল) খায়রুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন। সুধীজনের মধ্যে বক্তব্যদেন সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, খান ইসমাইল হোসেন, এ্যাড আলমগীর কবির, শেখ শাহিনুর রহমান, শেখ হাফিজুর রহমান, পরিমল কুন্ডু, রেজোয়ান মোল্যা প্রমুখ।