রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে খেজুর রস পান করে একই পরিবারে পাঁচজন অসুস্থ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঈশ্বরদীতে খেজুর রস পান করে একই পরিবারে পাঁচজন অসুস্থ

পাবনার ঈশ্বরদীতে খেজুর গাছের রস পান করে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়েছে। অসুস্থ সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থরা উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া বরামপুর এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ও সন্তানদ্বয়। তারা হলেন- আয়েশা খাতুন (৫৫), শিল্পী খাতুন (২৮), প্রিয়া খাতুন (২৬), ইফাত রহমান (১২), আবরার আদিব (৬)।

ইসি আলী জানান, ১৯ জানুয়ারি সকালে পরিবার সবাই খেজুরের রস পান করে। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রথমে ২ জনের বমি, বার বার পাতলা পায়খানা এবং কাঁপুনি দিয়ে জ্বর-সর্দি-কাশি শুরু হয়। রাত ১টার দিকে অন্য তিনজনেরও একই উপসর্গ দেখা দেয়। ২০ জানুয়ারি ভোরে আক্রান্তদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে সেখানে স্যালাইন দেওয়া হয়। ঈশ্বরদীতে অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আক্রান্তরা এখন অনেকটাই সুস্থ জানিয়ে তিনি বলেন, খেজুরের রস থেকে ফুড পয়েজনিং হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে