রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ফকিরহাটে ওএমএসের ৬০০ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার ২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফকিরহাটে ওএমএসের ৬০০ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার ২

বাগেরহাটের ফকিরহাট কেরামত আলী মার্কেটে একটি ব্যক্তিগত গোডাউন থেকে ৬০০ বস্তা ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য) সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ এ চাল জব্দ করে। এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোডাউন থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের প্রফুলস্ন মজুমদারের ছেলে আশাতীত মজুমদার (২১) ও বারাশিয়া গ্রামের দাবির উদ্দীন ভূইঁয়ার ছেলে আব্দুর রসূল (৪৫)। আশাতীত 'মজুমদার ভান্ডার' নামে ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউনের মালিক প্রফুলস্ন মজুমদারের ছেলে এবং আব্দুর রসূল ওই গোডাউনের কর্মচারী।

পুলিশ জানায়, বুধবার রাতে মজুমদার ভান্ডার নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজির ৬০০ বস্তা ওএমএসের চাল বাইরে বিক্রির উদ্দেশে নুরজাহান ব্রান্ডের বস্তায় পরিবর্তন করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সরকারি চালসহ দুইজনকে গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে