কর্ণফুলী ইপিজেডে কম্বাইন্ড রেগুলেটিং স্টেশনের (সিআরএস) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। নতুন সিদ্ধান্তে দুই ভাগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী নেভাল একাডেমি, এয়ার ফোর্স, চট্টগ্রাম ড্রাই ডক, বিমান বন্দর, গুপ্তখাল, ১৫নং ঘাট ও তার পার্শ্ববর্তী এলাকায় ২৪ জানুয়ারি (আজ) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত (পাঁচ ঘণ্টা) সকল প্রকার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পরবর্তীদিন অর্থাৎ ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে ২৬ জানুয়ারি (রোববার) সকাল ৯টা পর্যন্ত সল্টগোলা ক্রসিং থেকে পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারী লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, কেইপিজেড, নৌবাহিনী, র?্যাব-৭, বিমান বাহিনী, স্টীল মিল বাজার ও তার পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ সংশোধিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।