রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ

যাযাদি রিপোর্ট
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার আয়কর নথি জব্দের আদেশ দেন। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। তাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে।

দুদকের পক্ষে কমিশনের সহকারি পরিচালক আফনান জান্নাত কেয়া এসব আবেদন করেন।

আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, সাধন চন্দ্র মজুমদার ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করেছেন। ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি চার লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করেন। মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অপরাধ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করেছেন, যা শাস্তিযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে