সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় ছয়জন নিহত হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা যাওয়ার পথে ঝালকাঠির নলছিটিতে একজন, চাঁদপুরে একজন, নাটোরের গুরুদাসপুরে দুইজন ও জামালপুরের বকশীগঞ্জে একজন নিহত হয়। অন্যদিকে, খাগড়াছড়ির মানিকছড়িতে পিকনিক বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ঝালকাঠি প্রতিনিধি জানান, যশোর জেলার বেনাপোল এরাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী আসাদুজ্জামান আসাদ। ভ্রমণের জন্য শুক্রবার পরিবার নিয়ে যাচ্ছিলেন কুয়াকাটার সৈকতে। ভোররাত ৪টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের সামনে বাসটি থামায়। সেখানে অনেকে ওয়াশ রুমে যায়। কিছুক্ষণ যাত্রাবিরতির পর বাসে সবাই উঠলে খুজে পাওয়া যাচ্ছিল না আসাদকে।
আসাদের স্ত্রী রুবিনা বেগম বলেন, 'সবাই গাড়িতে উঠলেও আমার স্বামী ওঠেনি। খোঁজাখুজি করার পর পেট্রোল পাম্পের পাশে রাস্তার উপর তার লাশ পরে থাকতে দেখি। রাস্তা পাড় হওয়ার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলেগেছে। আমরা কেউ তা টের পাইনি।'
স্থানীয়রা জানান, ওয়াশরুম থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় হয়তো কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আসাদুজ্জামান আসাদ যশোর জেলার বেনাপোল এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের শাহরাস্তিতে মোটর সাইকেল দুর্ঘটনায় মালয়েশিয়া প্রবাসী বিলস্নাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপির লোট্টা দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সূচিপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে বিলস্নাল হোসেন দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটি কাটাতে বাড়িতে আসেন। শুক্রবার তার মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল। তাই আত্মীয়-স্বজনদের কাছে বিদায় নিতে বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরছিলেন। এ সময় তিনি লোট্রা বাজার অতিক্রমকালে একটি বালু বোঝাই পিকআপ মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বিলস্নাল ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যান।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল মহাসড়ক এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃতু্য হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের নয়াবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম নামে ট্রাকের এক যাত্রী এবং ভোর ৪টায় কাছিকাটা দশ নম্বর ব্রিজ এলাকায় যানবাহনের পৃষ্ঠ হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতু্য হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় বিচ্চু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের বার্ত্তী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিচ্চু মিয়া বিকালে বাজার করার জন্য স্থানীয় কামালের বার্ত্তী বাজারে যান। বাজারের কাজ শেষে বাড়িতে হেঁটে যাওয়ার সময় বালুরগ্রাম রাস্তায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় বিচ্চু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক বিচ্চু মিয়াকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে শান্তি পরিবহনের বাসটিতে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের ২৭ জন শিক্ষক-কর্মচারী পারিবারিক পিকনিকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় পৌছলে অপরদিক থেকে আসা খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী কম-বেশি আহত হয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স পাঠায়।