ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিরোধ এবং অতি দ্রম্নত শিক্ষার্থীদের হাতে নতুর বই প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে "শিক্ষার্থী মঞ্চ" নামে সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহ আলম পালোয়ান, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আইন বিভাগের শিক্ষার্থী সানিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক, অন্বেষা বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী হোসাইন আহমেদ জয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। তারা বর্তমান অর্ন্তবর্তী সরকারের সমালোচনা করে বলেন, বছরের পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যেত। দুঃখের বিষয় ফেব্রম্নয়ারি মাস চলে এসেছে এখন পর্যন্ত সরকার শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে পারেনি। আমরা অর্ন্তবর্তী সরকারের কাছে দাবি জানাবো দ্রম্নত সময়ের মধ্যে যেন সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের উপর ভ্যাট আরোপেরও তীব্র সমালোচন করেন।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, দ্রব্যমুল্যের নিয়ন্ত্রন, জান-মালের নিরাপত্তা, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শুক্রবার বিকালে দুর্গাপুর প্রেস ক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিপিবির যুগ্ম-সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি নুরে আলম, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং, সিপিবির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির যাতাকলে মানুষ আজ দিশেহারা। দেশে গণতন্ত্রের র্চ্চা না থাকার কারনে রাজনীতির কোন পরিবেশ নাই। জান-মালের কোন নিরাপত্তা নাই। দিনে দুপুরে সাদারণ মানুষ খুন হচ্ছে, শিক্ষাঙ্গনে এখনো সরকারি বই পায়নি শিক্ষার্থীরা, এই দৃশ্য দেখার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আর কত মানুষ না খেয়ে থাকলে সরকারের টনক নড়বে। এ সকল বিষয় নিয়ে আলোকপাত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।