উন্নয়নমূলক রাষ্ট্রীয় ও সামাজিক কাজে বরাদ্ধ দিয়ে লুটপাট আর নিজের মত করে কাজ না করে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। নামমাত্র কাজ দেখিয়ে বুঝিয়ে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এরূপ কর্মকান্ডে আলোচনা-সমালোচনায় এসেছে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুর উপজেলা প্রকৌশলী অফিসের (এসএসএস ডবিস্নউ আইজিপি)্থর উপ প্রকৌশলী সাইফুল নাদিম। তিনি মাত্র তিন বছরের একজন প্রজেক্ট কর্মচারী বলে অফিস সূত্রে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের এপ্রিল-জুন এডিপি প্রকল্পে উপজেলা ব্যায়ামাগারের জন্য ৬ লাখ এবং একই অর্থবছরে অক্টোবর-ডিসেম্বরে ক্রীড়া সংস্থার ৫ লাখ টাকা বরাদ্দ হয়। বরাদ্দের অর্থে লংগদু ব্যায়ামাগারের মালামাল ক্রয়ের জন্য বরাদ্দ থাকলেও কেনা হয়নি কোন সরঞ্জাম এবং কাজ হয়নি ছিটেফোঁটাও। এদিকে ক্রীড়া সংস্থা উন্নয়নের কিছু কাজ করা হলেও তুলনামূলক তা অতি নগণ্য। ব্যায়ামাগারের সরঞ্জামাদির জন্য কাজের ধরণ শতভাগ দেখালেও বাস্তবে তা শূন্যের কোঠায়। তবে ক্রীড়া সংস্থায় কিছু সস্তা আসবাবপত্র থাকলেও তা একেবারেই ব্যবহারের অনুপযোগী।
এ বিষয়ে জানতে চাইলে বরাদ্দ পাওয়া উপ প্রকৌশলী সাইফুল নাদিম উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলবেন বলে জানান।
তবে উপজেলা প্রকৌশলী শামসুল আলম জানান, 'নাদিম সাহেব আমাদের কাজ বুঝিয়ে দিয়েছে, আমরাও কাজ বুঝে পেয়েছি।' ব্যায়ামাগারে মালামাল নেই কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- 'এটা খোঁজ খবর নিয়ে জানতে হবে।'
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি কফিল উদ্দীন মাহমুদ বলেন, 'যেহেতু আমি এখানে আসার আগের ঘটনা, তাই খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।'
বরাদ্দের টাকা আত্মসাতের বিষয়ে রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী আহামদ শফি মুঠোফোনে জানান, 'নাদিমের বিষয়ে কিছু তথ্য আগেও পেয়েছি। এ ব্যাপারে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব।'