বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সাতকানিয়ায় অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
সাতকানিয়ায় অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আব্বাস উদ্দিন ইকবাল কর্তৃক তারই ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ ইউনুস ও মার্কেট নির্মাণে একাধিক বিনিয়োগকারীর অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার বাজালিয়া ইউনিয়নের কস্তুরি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্ত যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবালের ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ ইউনুস।

এ সময় মোহাম্মদ ইউনুস অভিযোগ করে বলেন, 'অভিযুক্ত যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবাল আমার ব্যবসায়িক অংশীদার। সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে অবস্থিত বাজালিয়া নিউ মার্কেট নির্মাণের সময় থেকে আমরা যৌথভাবে ব্যবসা শুরু করি। মার্কেটটি নির্মাণের সময় আমরা একাধিক বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করি।

মার্কেটটি পুরোপুরি চালু হওয়ার কয়েক বছর পর আমি কিছু বিনিয়োগকারীর টাকা পরিশোধ করলেও তিনি বাকী টাকা আত্মসাৎ করে বর্তমান আত্মগোপনে রয়েছেন।

অভিযুক্ত যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবালকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে