রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বকশীগঞ্জ-কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযান

স্বদেশ ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বকশীগঞ্জ-কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযান

জামালপুরের বকশীগঞ্জে ফসলি জমিতে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষে এসি ল্যান্ড অভিযান চালিয়েছেন। অন্যদিকে, রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। এ সময় নিয়ম না মানায় কয়েকজনকে জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, কয়েকদিন থেকে একটি চক্র পৌর এলাকার মাঝ পাড়া গ্রামে ভেকু দিয়ে তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে। এতে করে মাটির ঊর্বরতা শক্তি নষ্ট ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে শনিবার সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা মাঝ পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ভেকু মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন এবং মাটি কাটা বন্ধ করে দেন।

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ দোকান হতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রানা দেব নাথ এ অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় বড়ইছড়ি করিম স্টোরকে ২ হাজার টাকা এবং মা ফার্মেসিকে ৫১ ধারায় ৩ হাজার টাকাসহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে বড়ইছড়ি বাজার তুষার স্টোরে বিষাক্ত হাইড্রোজ পাওয়ায়, তা ধ্বংস এবং সতর্ক করা হয়।

কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং কাপ্তাই থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে