শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আলু চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

রাজশাহী অফিস
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
আলু চাষে বাম্পার ফলনের সম্ভাবনা
রাজশাহীতে বাম্পার ফলনের একটি আলু ক্ষেত -যাযাদি

রাজশাহীতে বেঙ্গল মিশ্র সারে আলু চাষে বাম্পার ফলের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি রবি মৌসুমে রাজশাহীর বিভিন্ন উপজেলায় চাষিরা আলুর চাষাবাদে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে। বর্তমানে বেঙ্গল মিশ্র সারে চাষাবাদকৃত জমিতে আলুর গাছ ভালো হয়েছে এবং পর্যাপ্ত আলু ধরা শুরু হয়েছে।

সম্প্রতি জেলার তানোর, বাগমারা, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দূর্গাপুর ও পুঠিয়া এলাকার আলুর ক্ষেত পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৩৮ হাজার ৫ শত হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে তিন হাজর হেক্টর বেশি। জেলার সকল উপজেলায় ভিন্ন ভিন্ন সারের পাশাপাশি কৃষকরা এ বছর আলু চাষে বেঙ্গল মিশ্র সারের ব্যবহার করেছে। বিগত বছরগুলোতে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এ বছর ব্যবহারের পরিমান বেড়েছে।

রাজশাহী জেলার তানোরের আবদুর রাজ্জাক নামের এক কৃষক এ বছর চারশত বিঘা জমিতে আলুর চাষাবাদ করেছেন। এর মধ্যে পঞ্চাশ বিঘা জমিতে তিনি শুধু বেঙ্গল মিশ্র সার দিয়ে আলাদা করে আলুর চাষাবাদ করেছেন। তিনি বলেন, জমিতে বর্তমানে আলুর গাছের অবস্থা খুবই ভালো এবং আলু ধরাও শুরু হয়েছে। তার প্রজেক্টে অন্যান্য আলুর মতোই বেঙ্গল মিশ্র সার দিয়ে চাষাবাদ করা আলুর বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন।

সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস লিমিটেড ও নোয়াপাড়া গ্রম্নপের উৎপাদিত বেঙ্গল (এনপিকেএস) মিশ্র সার ব্যবহারের করে এ বছর আলুর বাম্পার ফলের সম্ভাবনা দেখছেন জেলার দূর্গাপুর উপজেলার চাষি লাল মোহাম্মাদ, বাগমারার শামসুর রহমান, পবার আব্দুল খালেক ও মোহনপুরের ইউসুফ আলী।

তারা জানান, বেঙ্গল মিশ্র সার যেহেতু চারটি সারের মিশ্রন দিয়ে তৈরী ফলে চাষাবাদের আলাদা ঝামেলা পোহাতে হয়না। জমির অবস্থা পরিমন মতো একটি সার ব্যবহার করলেই ভালো ফলন পাওয়া যায়। এ বছর আলু চাষে বেঙ্গল মিশ্র সারের ব্যবহারে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা।

জেলার তানোরের আলু চাষি আব্দুর রাজ্জাকের বেঙ্গল মিশ্র সার দিয়ে চাষাবাদ করা আলুর ক্ষেত পরিদর্শন করেন কোম্পানীর এরিয়া ম্যানেজার ফারুক হোসেন বাবু, বিসিআইসি সার ডিলার গৌতম কুমার শাহ্‌, মফিজুল ইসলাম রিপনসহ স্থানীয় কৃষকরা।

এ সময় বেঙ্গল মিশ্র সারের কার্যকারিতা নিয়ে কৃষকরা সন্তোষ প্রকাশও করেন। এ ছাড়া বাজারে বিভিন্ন সময় সারের সরবরাহ ও দাম নিয়ে ঝামেলা হলেও বেঙ্গল মিশ্র সারের সহজলভ্যতা এর চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে বলেও জানান কৃষক আব্দুর রাজ্জাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে