শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
সীসা তৈরির কারখানা ধ্বংস ডাম্পার ও স্কেভেটর জব্দ

তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্বদেশ ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তিন জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড, সরঞ্জাম ধ্বংস, টাঙ্গাইলের ঘাটাইলে সীসা তৈরির কারখানা ধ্বংস এবং চট্টগ্রামের চন্দনাইশে মাটি কাটার ডাম্পার ও স্কেভেটর জব্দ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার লক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত রোববার উপজেলার গোবিন্দনগর ঘোনাপাড়া ও গোবিন্দনগর ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদীতে এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত তিনজনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- গোবিন্দনগর গ্রামের আবু ইসহাক (২১), বাবু (২২) ও তানভীর মাহতাব ঝিনুক (২১)।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা ২টি সীসা তৈরির কারখানা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক। সোমবার এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম জানান, উপজেলার সাগর দিঘী ইউনিয়নের মালিরচালা পাহাড়ি এলাকায় গাইবান্ধা এলাকা থেকে কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছে। যা পরিবেশের উপর হুমকি স্বরূপ। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে ইউএনও শারমিন ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক ফায়ার সার্ভিস কর্মকর্তা, বন্ধ বিভাগের কর্মকর্তা দুটি সীসা কারখানায় এস্কেভেটের দিয়ে গুড়িয়ে দেন।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে রাতের আঁধারে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটা এবং পরিবেশ বিনষ্ট করার দায়ে মাটিভর্তি ৪টি ডাম্পারট্রাক ও একটি স্কেভেটর জব্দ করেছে ভ্রাম?্যমাণ আদালত। এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপেস্নামেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন। গত রোববার রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকা থেকে এসব গাড়ি ও স্কেভেটর জব্দ করা হয়।

তিনি গনমাধ?্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাটিভর্তি ৪টি ডাম্পারট্রাক ও স্কেভেটর আটক করতে সক্ষম হলেও অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে