চট্টগ্রামের সন্দ্বীপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ ২৫ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার সন্তোষপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মু. আক্তারুজ্জামান সুজন।
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে ৪৩ জন সদস্যকে প্রশিক্ষণোত্তর সনদ প্রদান করা হয়।