বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দুপচাঁচিয়ায় ব্যক্তি উদ্যোগে প্রায় ২ হাজার তালগাছ রোপণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
দুপচাঁচিয়ায় ব্যক্তি উদ্যোগে প্রায় ২ হাজার তালগাছ রোপণ

মানুষ সামাজিক জীব। প্রতিটি মানুষকেই দেশ, জাতি, সমাজ ও মানুষের উপকারে আসে এমন কাজ করা উচিত। তেমনি এক ব্যক্তি আলহাজ্ব আরফান আলী। তিনি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার বাজার মহলস্নার বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত বিভাগীয় হিসাব রক্ষক। তিনি ব্যক্তি উদ্যোগে ও এলাকাবাসী সহযোগিতায় দুইবারে ৩০ ও ২০ বছর আগে দুই হাজার তালের বীজ রোপণ করেছেন।

তালোড়া-কুন্দগ্রাম রাস্তার গাংবেলঘড়িয়া ব্রিজ হতে তালোড়া-আলতাফনগর রাস্তার রেল ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার খালের পাড়ের দুই পার্শ্বে প্রায় এক হাজার তালের ব্রিজ রোপণ করেন তিনি। এছাড়াও তিনি তালোড়ার পাশ দিয়ে প্রবাহিত নাগর নদের পাড় দিয়ে প্রায় এক হাজার তালের বীজ রোপণ করেছেন। এসব তালগাছের কিছু কিছু গাছে ইতিমধ্যেই তাল ধরেছে। কিছু গাছ ইতিমধ্যেই বেশ বড় হয়েছে। বর্তমানে এসব তাল গাছের তাল, পাতা, ডাগুর অনেকেরই কাজে আসছে।

পরিবেশবিদদের মতে বর্তমান সময়ে বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে তাল গাছের গুরুত্ব অপরিসীম। তালগাছের বাকলে পুরো কার্বণস্তর থাকায় বজ্রপাতের ইলেকট্রন কণা শোষণ করতে পারে তাল গাছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে