মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আত্রাইয়ে গোয়াল ঘরে 'গোয়ালঘর আপনার গরু আমাদের' লিখে গরু চুরি!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আত্রাইয়ে গোয়াল ঘরে 'গোয়ালঘর আপনার গরু আমাদের' লিখে গরু চুরি!

নওগাঁর আত্রাইয়ে 'গোয়াল ঘর আপনার, গরু আমাদের' লিখে দিয়ে প্রায় চার লাখ টাকা মূল্যের তিনটি গরু নিয়ে চলে গেছে চোরেরা। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার কচুয়া গ্রামে।

জানা যায়, ওই গ্রামের হাফেজ শহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দিবাগত রাতে গোয়াল ঘরে তার গরু রেখে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাতের অন্ধকারে কে বা কারা তার গোয়াল ঘরের দেওয়ালে 'গোয়ালঘর আপনার, গরু আমাদের। আমরা গরু নিয়ে চলে গেলাম'- লিখে তিনটি গরু চুরি করে নিয়ে যায়।

এ দিকে সকালে বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও গরুর কোন সন্ধান পাওয়া যায়নি বলে মালিক শহিদুল ইসলাম জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে আত্রাইয়ে গরু চোরের উপদ্রব আশঙ্কাজনকাহারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটেই চলেছে। এতে করে কৃষকরা চরম আতঙ্কের মধ্য দিয়ে রাত অতিবাহিত করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে