সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দর্শনায় বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দর্শনায় বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় ভারী চিনি শিল্প চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের চত্বরে দুইদিনের ব্যবধানে আবারও কালো টেপ মড়ানো বোমা দেখতে পাওয়া গেছে। পুলিশের ধারণা এটি ককটেল বোমা হতে পারে। একদিনের ব্যবধানে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কেরু এ্যান্ড কোম্পানি চত্বরে আবারো ককটেল বোমা পাওয়ায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। জানা যায়, গতকাল শনিবার সকালে কেরু কোম্পানি চত্বরে ছাগল চড়াচ্ছিলেন এক যুবক। তিনি প্রথমে কালো টেপ মড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীদের জানায়। তবে প্রায় একই স্থান অর্থাৎ ১০০ মিটার দূরেই একটি বোম পাওয়া গিয়েছিল। এরপরই ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীর একটি দল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থলের আশপাশে সতর্ক অবস্থানে আছেন তারা।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, আবারো একই ধরনের কালো টেপ মড়ানো বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। এটাও ককটেল বলে ধারণা করা হচ্ছে। কারণ পূর্বের পাওয়া ককটেলের সঙ্গে এটার হুবহু মিল হয়েছে। তবে আজকেরটা কালো টেপ মড়ানো। রাজশাহীর্ যাবের বোমা নিস্ক্রিয় টিমকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে