সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভাঙ্গুড়ায় উপজেলা পরিষদের গেট নির্মাণকাজ উদ্বোধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১০:৫০
ভাঙ্গুড়ায় উপজেলা পরিষদের গেট নির্মাণকাজ উদ্বোধন
ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা পরিষদের প্রধান গেটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ মে) দুপুরের দিকে উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার নাজমুন নাহার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ভাঙ্গুড়া উপজেলা পরিষদের প্রধান গেট নির্মাণের জন্য ২৫,৯০,০০০/- টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কাজী ট্রেডার্সের প্রতিনিধি বিশিষ্ট ঠিকাদার মতিউর রহমান খান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮১ সালে পার্শ্ববর্তী ফরিদপুর ও চাটমোহর উপজেলার মৌজা নিয়ে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ গঠিত হয়। উপজেলা প্রতিষ্ঠার প্রায় ৪৫ বছর পরে পরিষদের প্রধান গেটের নির্মাণ কাজের উদ্ধোধন করা হলো।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে