নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চশব্দে গানবাজানোর ঘটনার জেরে প্রতিবেশিদের হামলায় বরের চাচা কামাল বেপারীর (৪৬) মৃতু্য হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সরল মুরমুর জানান, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর বিয়ে হয় শনিবার। রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান-বাজানো হচ্ছিল। প্রতিবেশীরা গভীররাতে উচ্চ শব্দে গান বাজাতে একাধিকবার মানা-নিষেধ করেন। কিন্তু তাতেও শব্দ না কমানোয় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়ে বাড়িতে এসে বিতর্কে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে বরের চাচা কামাল বেপারী গুরুতর আহত হয়। দ্রম্নত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃতু্য হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।