সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শ্রীপুরে মহাসড়কে লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শ্রীপুরে মহাসড়কে লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা

নিজ জন্মভূমি নেত্রকোনার উদ্দেশে যাত্রাপথে গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার সকালে গুলশান থেকে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে দুপুরের দিকে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে পলস্নী বিদু্যৎ মোড় এলাকায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে, শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় যাচ্ছেন বাবর। নিজ এলাকায় যাওয়ার খবরে পথে শতাধিক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক ভূইয়া,শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন আকন,মাওনা চৌরাস্তা আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়েল আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে