গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি দখল বাণিজ্যসহ নানা অপকর্ম বন্ধের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা বজায়ে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব বন্ধের জন্য উপজেলার জামালপুর চার সড়কের হাটুরিয়াচালা করতোয়া স্পিনিং মিলের পশ্চিম পাশে ও মৌচাক ফুলবাড়িয়া সড়কের ভান্নারা এলাকায় কালিয়াকৈর মাওনা সড়কের বিভিন্ন স্থানে প্রায় রাতেই ডাকাতির ঘটনা ঘটেছে। কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, উপজেলার বিভিন্ন এলাকার বাসাবাড়িসহ সড়কে ছিনতাই চুরি ডাকাতির ঘটনা ঘটছে। এসব বিচ্ছিন্ন কিছু ঘটনা বন্ধের জন্য পুলিশের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু, সড়কে টহল পুলিশের ব্যবস্থা এবং এলাকার লোজনদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে উপজেলার প্রতিটি এলাকায় মাইকিংয়েয়র ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রতিটি এলাকায় অচেনা লোকজনের আনাঘোনা দেখা গেলে ওই অপরিচিত ব্যাক্তিকে আটক করে পুলিশে সংবাদ দেওয়ার জন্য এলাবাসীদের বলা হচ্ছে। একার পক্ষে উপজেলার সকল স্থানে শান্তিশৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়, সকলের সহযোগীতায় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা সম্ভব। তাই আমাদের প্রত্যেকের স্ব স্ব স্থান থেকে স্ব স্ব এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারব। তবে ইতোমধ্যে হাটুরিয়াচালা করতোয়া স্পিনিং মিলের পশ্চিম পাশে ডাকাতি বন্ধের জন্য লাইটিংয়ের ব্যবস্থা ও ভান্নারা এলাকায় পুলিশের টহলের ব্যবস্থা এবং ঠেঙ্গার বান্দ এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।