মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

'বরাদ্দের অপব্যবহারে পিছিয়ে রয়েছে কুলাউড়া'

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'বরাদ্দের অপব্যবহারে পিছিয়ে রয়েছে কুলাউড়া'

'অতীতে বিভিন্ন সরকারের আমলে দেশের অন্যান্য উপজেলার মতো কুলাউড়ায়ও বরাদ্দ এসেছিল। কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় সেইসব বরাদ্দের অপব্যবহার করা হয়েছে। আর এ জন্যই কুলাউড়া উপজেলা এখনও পিছিয়ে রয়েছে।'

গত মঙ্গলবার রাতে কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি বলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী।

এ সময় তিনি জুলাই আন্দোলনে শহিদদের স্মরণ করে বলেন, 'শহীদরা একটা বৈষম্যহীন-মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাই বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ বিনির্মাণে উপজেলা পর্যায় থেকে কাজ শুরু করতে হবে এবং সবার মধ্যে জুলাই বিপস্নবের চেতনা সমুন্নত রাখতে হবে।'

সভায় কুলাউড়ার কর্মরত সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে