মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
সদরপুরে অটো উল্টে কলেজ ছাত্রের মৃতু্য

নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

নওগাঁ ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বিহারিনগর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে। নিহত কামাল হোসেন পেশায় ফটোস্ট্যাট ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে হানিফ পরিবহনের একটি পিকনিকের বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল।

এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা চালক রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হবে।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ইজিবাইক (অটো) উল্টে নিচে চাপা পড়ে নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মাহফুজ মাতুব্বর(১৭)। সে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষা ভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের পুত্র।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ-তারাইল সড়কের সদরপুর মহিলা কলেজের সামনে অটো নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি খালে পড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। ওই সময় এলাকাবাসী আহতের উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে আশংঙ্কাজনক অবস্থায় একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার ওসি আ. মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তন্তার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে