পুরস্কার বিতরণ
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা শহরের রাজুরবাজার কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে রাজুরবাজার কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক খন্দকার রোমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুলস্নাহ আল মামুন খান রনি, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব কিবরিয়া চৌধুরী হেলিম, শিক্ষক প্রতিনিধি সাদেক মিয়া প্রমুখ।
মাদকবিরোধী সেমিনার
ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকের ক্ষতিকর প্রভাব, অপব্যবহার, ক্ষতিকর মাদক নির্মূল এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও বিএম তারিক উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক গোলক মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হুসাইন, হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন প্রমুখ।
ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন
ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া কলেজে বুধবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের গভর্ণিং বডির সভাপতি মশিউর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. ফেরদৌস খান, উপাধ্যক্ষ বিষ্ণুপ্রসাদ মলিস্নক, সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, নুরুল ইসলাম খান, শিশির কুমার সিংহ, মোসলেম উদ্দিন সরদার, মাগফুরা খানম, তানজিনা আক্তার ও প্রভাষক আসাদুর রহমান প্রমুখ।
সন্ত্রাসবিরোধী সেমিনার
ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উন্নয়ন ফোরামের আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজারে সেমিনার অনুষ্ঠিত হয়। ফোরামের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও ফজলে এলাহী। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ওসি সোহেল রানা, পলাশবাড়ী ইউনিনের কালী মেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টলিন রায়, ইউনিয়ন পরিষদ সদস্য মোজাম্মেল হোসেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক রশিদুল ইসলাম প্রমুখ।
ইফতারসামগ্রী বিতরণ
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দূর্গম পাহাড়ি এলাকার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা এলাকায় প্রবাসীদের অর্থায়নে চিড়িংঘাটা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার বিতরণ কর্মসূচি হয়েছে। গত মঙ্গলবার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা জামে মসজিদ মাঠে শতাধিক পরিবারকে ইফতারসামগ্রী বিতরণ করে এই সামাজিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ নুরুল হক আমিন, মোজাফ্ফর আহমদ, আবু ইসা, জাহেদুল ইসলাম, মসজিদের ঈমাম সাহেদ সিকদার ও হাবিব সিকদার প্রমুখ।
আইন-শৃঙ্খলা সভা
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধ, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন জন ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, ইউএনও মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া, সলুকাবাদ উইপি প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, পলাশ ইউিপ প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, ফতেপুর ইউপি প্যানেল চেয়ারম্যান রজত কান্তি তালুকদার, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
পিঠা উৎসব
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পিঠার ঐতিহ্য ধরে রাখতে আটঘরিয়ার পারখিদিরপুর ডিগ্রী কলেজের উদ্যোগে নানা ধরনের পিঠা নিয়ে মঙ্গলবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও বসন্তবরণ। উৎসবে আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবকরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রায় ২০টি স্টল বসানো হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাজপাড়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফারুক হোসেন।
ফুটবল টুর্নামেন্ট
ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বসুরহাট সিম্যান একাদশকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে দক্ষিণ মুছাপুর চৌধুরী বাজার মোহামেডাম স্পোর্টিং ক্লাব জয় পায়। বুধবার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পলস্নী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম আবেদ। মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, যুগ্ম-আহবায়ক মানছুরুল হক বাবর প্রমুখ।
রাস্তা নির্মাণ উদ্বোধন
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
টেকসই উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে দুপচাঁচিয়া পৌরসভায় ইউনি বস্নক দিয়ে প্রথম দু'টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে ইউএনও ও পৌর প্রশাসক শাহরুখ খান এ রাস্তা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাবেক কাউন্সিলর যুবদল নেতা রেজানুর তালুকদার রাজিব, উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান প্রমুখ।
গরু বিতরণ
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের বকনা গরু এবং ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ অফিসের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার ও কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীমসহ সাংবাদিকবৃন্দ।
নগদ অর্থ সহায়তা
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে হত দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। দুইশ' দরিদ্র পরিবারকে দেওয়া হয়েছে নগদ ১৮ হাজার টাকা করে। বুধবার জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপির উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাগাছা এপি ম্যানেজার রোলেন্ড গোমেজ, বিশ্বজিৎ কুমার সাহা- মনিটরিং স্পেশালিষ্ট ওয়ার্ল্ড ভিশন, দীপা রোজারিও লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিষ্ট ওয়ার্ল্ড ভিশন, ইব্রাহিম খলিল ইউপি সদস্য ৫নং বাঁশাটি ইউনিয়ন, সেলিনা আক্তার ইউএনডিসি সভাপতি, প্রোগ্রাম অফিসার মৌসুমি আক্তার, সুভ্রা কুবি প্রমুখ।
পরিচ্ছন্নতা অভিযান
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে মতবিনিময় সভা, মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত গত মঙ্গলবার এসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও ও প্রশাসক ফারাশিদ বিন এনাম। এ সময় পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্ভোধন শেষে পৌরসভার পক্ষ হতে গার্ভেজ ভ্যান প্রদান করা হয়।
শপথ গ্রহণ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পার্বতীপুরের ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান সাবেক পৌর প্যানেল মেয়র ও রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক ও বিশিষ্ট জ্বালানী ব্যবসায়ী রজব আলী সরকার।
ঘর পুড়ে ছাই
ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতঘর, রান্নাঘর, গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরশুরাম পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামে মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে।
পরশুরাম ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, আগুন লাগার বিষয়টি জানতে পারে ঘটনাস্থলে গিয়ে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নাঘরের বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কৃষক সমাবেশ
ম মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জোনের উদ্যোগে তুলা চাষ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলার চাঁদবিল বস্নকের মাঠে কৃষক সমাবেশ হয়। সমাবেশে তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপ-পরিচালক ড. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, চুয়াডাংগা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশিষ, মেহেরপুর তুলা উন্নয়ন কর্মকর্তা এজাজ আহমেদ প্রমুখ। সমাবেশে শতাধিক তুলা চাষি অংশগ্রহণ করেন।
কৃষি মেলা শুরু
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতি?নি?ধি
কুড়িগ্রামের রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাটের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট ইউএনও আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আব্দুলস্নাহ আল মামুন, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নুর আলম, রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, উপজেলা জামাতের আমির মাওলানা কফিল উদ্দিন প্রমুখ।
পরীক্ষার্থীদের বিদায়
ম রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজিবপুরে চরনেয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ খ্রিষ্টাব্দের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড জাহাঙ্গীর আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আবুল বাশার মো. আ. লতিফ, রৌমারী উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক, রাজিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছু রহমান, জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রমুখ।
ফরম বিতরণ
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন ইমেজের ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার হাটকড়ই ডিগ্রি কলেজে এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবি, সরকারি শাহ সুলতান কলেজ মেধাবী ছাত্রদল নেতা তুষার আহম্মেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেহজাদ শাহীন প্রমুখ।
পিঠা উৎসব
ম গাবতলী (বগুড়া) প্রতিনিধি
মঙ্গলবার বগুড়ার গাবতলী মহিলা কলেজে দু'দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পিঠা উৎসব, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ গভর্নিংবডির সভাপতি সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, পলস্নী বিদু্যৎ অফিসের ডিজিএম আব্দুল বারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু প্রমুখ।