চাঁদপুর অঞ্চলের নৌপথ ও লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহাম্মদ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে লঞ্চ টার্মিনালে যাত্রীদের ব্যাগ ও মালামাল তলস্নাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং লঞ্চ ছাড়ার আগে কেবিন ও ডেক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, লঞ্চে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নৌপুলিশের কর্মকর্তা ও সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।
এদিকে ২৬ ফেব্রম্নয়ারি রাত ১২টার পরে সেনাবাহিনীর একটি বিশেষ দল চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন। তারা টার্মিনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং নৌপুলিশের চলমান কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ দলে নেতৃত্ব দিচ্ছেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার শফিকুল ইসলাম।