সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

চবিতে ১০ কিলোমিটার দৌঁড় প্রতিযোগিতা

চবি প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
চবিতে ১০ কিলোমিটার দৌঁড় প্রতিযোগিতা
চবিতে ১০ কিলোমিটার দৌঁড় প্রতিযোগিতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স। বিশ্ববিদ্যালয় এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিষয়গুলো জানান চবি রানার্সের সদস্য মোহাম্মদ সুজন। এসময় উপস্থিত ছিলেন চবি রানার্সের সদস্য মুরাদ হোসেন ও কৌশিক তরফদার। সুজন বলেন, ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে দৌড় শুরচ্ হয়ে ক্যাম্পাসের নির্ধারিত রচ্ট প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় খেলার মাঠে শেষ হবে। দৌড় সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।

ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ সুবিধাসমূহ, যেমন ইভেন্ট টি-শার্ট, হাইড্রেশন ও মেডিকেল সাপোর্ট, সকালের নাস্তা এবং নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্নকারীদের জন্য মেডেল ও সার্টিফিকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে