সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গাজীপুরে পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
গাজীপুরে পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার

গাজীপুরে পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাপাসিয়া তকে এক বৃদ্ধ এবং টঙ্গী থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে সকালে হাঁটতে বের হয়ে কাপাসিয়ায় সড়কে পড়ে গিয়ে বৃদ্ধের মৃতু্য হয়। টঙ্গীতে রাস্তা পার হতে গিয়ে একজন এবং টঙ্গীর কামারপাড়া সেতুর নিচে নদীর পানিতে থেকে পুলিশ লাশ উদ্ধার করে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুরের কাপাসিয়ায় হাঁটতে বের হয়ে সড়কে পড়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা অনিল চন্দ্র সূত্র ধরের (৬২) মৃতু্য হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রম্নয়ারি) সকাল ৬ টায় কাপাসিয়ার দেওনা গ্রামে সড়কে তার মৃতু্য হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন। অনিল চন্দ্র সূত্র ধর উপজেলার কড়িহাতা গ্রামের রবীন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে।

অপরদিকে, বৃহস্পতিবার (২৭ ফেব্রম্নয়ারি) টঙ্গীর তুরাগ নদী থেকে ওলি (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন রাত ৯টার দিকে নদের কামারপাড়া সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ওসমানপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

এদিকে, গাজীপুরের টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় শওকত আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি টঙ্গীর আমতলী কেরানি বস্তি এলাকার মৃত জমিরের ছেলে। শুক্রবার (২৮ ফেব্রম্নয়ারি) সকাল ৬টায় টঙ্গীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে