জেলা প্রশাসন ঝালকাঠি ও ঝালকাঠি পৌরসভার আয়োজনে ক্যাব ঝালকাঠি ও চেম্বার অফ কমার্স, ঝালকাঠির পরিচালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঝালকাঠি শহরে বিনা লাভের বাজার প্রশান্তি এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় শহরের বাহের রোড এলকায় প্রধান অতিথি হিসেবে প্রশান্তির উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন। আয়োজকরা জানান, সুলভ মূল্যেন এ কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান মাস জুড়ে। চাল ৩০ টাকা কেজি, আটা ২৪ টাকা কেজি, সয়াবিন তেল ১৭৩ টাকা লিটার, চিনি ১১৬ টাকা কেজি, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা কেজি, চিড়া ৫৮ টাকা কেজি, গরুর মাংস ৭০০ টাকা এবং গরুর দুধ ৮০ টাকা লিটার সহ রমজান মাসের প্রয়োজনীয় ১৮ টি পণ্য সুলভ মূল্যে নিশ্চিত করার জন্যেই জেলা প্রশাসন, ঝালকাঠির এই প্রদক্ষেপ।