সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন

স্বদেশ ডেস্ক
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন
পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেশের বিভিন্নর স্থানে উদ্বোধন করা হয়েছে ন্যায্যমূল্যের দোকান। জেলা-উপজেলা প্রশাসন ও বিভিন্ন ব্যক্তি-সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারে টিএন্ডটি অফিসের সামনে এ দোকানের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এর আগে উপজেলা পরিষদ চত্বরে অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন ও হাঁসের বাচ্চা বিতরণ করেন তিনি। একই অনুষ্ঠানে কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে-মেশিনসহ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, ন্যায্য মূল্যের দোকানে গরুর মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ শাড়ি লুঙ্গি,ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। এখানে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রমজানের শেষের দিক থেকে শাড়ী,লুঙ্গি বিক্রয় করা হবে।

এসময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া,প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে নওগাঁর পোরশা নিতপুরে ন্যায্য মূল্যে ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউএনও আরিফ আদনান জানান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর দিকনির্দেশনায় জেলার প্রতিটি উপজেলায় রমজান মাস উপলক্ষে ন্যায্য মূল্য পণ্য বিক্রি নিশ্চিত করার অংশ হিসেবে শনিবার সুস্থ ও সবল ২টি গরু জবাই করে দিনব্যাপী মাংস বিক্রি করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় সর্বনিম্ন ১০০ গ্রাম মাংস কেনার সুযোগ রাখা হয়েছে।

তিনি আরও জানান, রমজান মাস এলেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়। এ প্রবণতা রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে গরুর মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস মুড়ি, ছোলা, চিড়া, ডিম, ভোজ্য তেল, গুড়, সেমাই, পোলাওর চাল সহ অন্যান্য পণ্য সহজলভ্য মূল্যে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। পবিত্র রমজান মাসে ভোক্তাদের জন্য গরুর মাংস সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য সহজ মূল্যে কেনা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য ব্যবসায়ীগণ ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রিতে উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, পবিত্র রমজান উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল নয়টার দিকে সদর বাজারের ভূষি হাটের টিনশেডে এ বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। রমজান মাস জুড়ে এ বাজার চালু থাকবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোজিউলস্নাহ খান, সদর ইউপি সদস্য ফজলুর রহমান, ব্যবসায়ী ইউসুফ দেওয়ান, রহমতউলস্নাহ, সোহল, লাবলু প্রমুখ।

ইউএনও বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক পবিত্র রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাজারের ব্যবসায়ীরাই ন্যায্য মূল্যে মাংস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করছেন।

ব্যবসায়ী ইউসুফ দেওয়ান বলেন, এখানে সোয়াবিন তেল, চিনি, মসুর ডাল, বুটের ডাল, ছোলা, মুড়ি, পোলাওয়ের চাল, ডিম, দুধ বিক্রি করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারন জনগন।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে শনিবার সকাল ৭টায় উপজেলা মেইন গেইটের সামনে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে রমজান মাসে সহজেই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ক্রয় করার সুযোগ দেওয়া হচ্ছে।

আত্রাই ইউএনও কামাল হোসেন বলেন, 'রমজান মাসে মানুষের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। এই মাংস বিক্রয়ের দোকানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষকে যেন ন্যায্য মূল্যে মাংস কিনতে সুবিধা হয়। প্রতিকেজি গরুর মাংসের মূল্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যাতে কোনোভাবেই মাংসের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়।'

তিনি আরও বলেন, একজন মাংস ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মাংস ক্রয় করতে পারবে। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য ২৫০ গ্রাম মাংস কেনার ব্যবস্থা রাখা হয়েছে।আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফা লাভে সিন্ডিকেট গঠন করতে না পারে, সেজন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আত্রাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সুধীজনের সহযোগিতায় ন্যায্য মূল্যের দোকান মাসব্যাপী পরিচালনার আয়োজন করা হয়েছে। এছাড়া পুরো রমজান মাসব্যাপী সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানদের নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এবং উপজেলা ছাত্র সমন্বয়ক তারেক আহমেদ সম্রাট প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে