সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

খুলনার ৩ মার্চের বিশ্ব বন্যপ্রাণী দিবস ৮ মার্চ ঝিনাইদহে

খুলনা প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ০০:০০
খুলনার ৩ মার্চের বিশ্ব বন্যপ্রাণী দিবস ৮ মার্চ ঝিনাইদহে

ঢাকার কর্মকর্তাদের সিডিউল না পাওয়ায় সোমবার ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস খুলনায় পালিত হয়নি। খুলনা বিভাগের অনুষ্ঠান আগামী ৮ মার্চ শনিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎযাপন করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভাপতিত্ব করবেন। যশোরের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল স্বাগত বক্তৃতা করবেন। বিষয় ভিত্তিক আলোচক থাকবেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমি।

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল অনুষ্ঠানটি পরিচালনা করবেন। খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে