সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আনোয়ারায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের মনিটরিং ও জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ০০:০০
আনোয়ারায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের মনিটরিং ও জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

গত রোববার আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের নেতৃত্বে চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ না রাখাসহ বিভিন্ন কারণে ১১ জন ব্যবসায়ীকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সকল ব্যবসায়ীকে ক্রয়কৃত পণ্যের রশিদ সঙ্গে রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও যে সব হোটেল ও রেস্তোরা মালিক ইফতারসামগ্রী বিক্রি করার জন্য দোকানের সামনে ফুটপাতের উপরে সামিয়ানা টাঙিয়েছেন তা অতি দ্রম্নত সরানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে