সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কয়রায় বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

কয়রা (খুলনা) প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৫, ০০:০০
কয়রায় বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঠবাড়ি গ্রামের মৃত সামছুর বিশ্বাসের ছেলে আবু সাইদ বিশ্বাসকে প্রধান আসামি করে ৬ জনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। মঙ্গলবার উপজেলার ৪ নং কয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। যার নং সিআর ১২৩/২৫। তাং ৪/৩/২০২৫ ইং। মামলার অন্য আসামিরা হলেন- মঠবাড়ি গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান, আবু সাইদ বিশ্বাসের ছেলে মেহেদী হাসান রানা, মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে জিয়াদ আলী, মৃত ইসমাইল মোল্যার ছেলে ইয়াছিন ও খুলনার বয়রা গ্রামের সেলিম চৌধুরীর ছেলে ফরহাদ হোসেন।

মামলায় বাদী উলেস্নখ করেছেন, তিনি মঠবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র মন্ডল, নিরাপদ মন্ডল, শাহাবাজ আলী ও আছাদুল ইসলামসহ ১৬ জন জমির মালিকদের নিকট ৫ বছর মেয়াদে ৩-৪ হাজার টাকা হারিতে নিয়ে সেখানে বাগদা ও অন্যান্য মাছ চাষ করে আসছেন। কিন্তু ১নং আসামির নেতৃত্বে অন্য আসামিরা বাদির নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা বাদীর মৎস্য ঘেরে মাছ লুট করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে