সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

তারাবির নামাজ পড়ে ফেরার পথে রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৫, ০০:০০
তারাবির নামাজ পড়ে ফেরার পথে রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তারাবির নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে মোহাম্মদ নূর (২৪) নামের এক হেডমাঝিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ হত্যার ঘটনাটি ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, নিহত মোহাম্মদ নূর বালুখালী টু রোহিঙ্গা ক্যাম্প-২০ এর এম/৩২ বস্নকের হেড মাঝি ছিলেন। তার পিতার নাম আবু সৈয়দ। রোহিঙ্গাদের উদ্ধৃতি দিয়ে ৮ এপিবিএনের সহ অধিনায়ক ও পুলিশ সুপার ফজলে রাব্বি জানান, মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে তাকে ৫-৬ জন দুর্বৃত্তরা ঘিরে ধরে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃতু্য নিশ্চিত করে পালিয়ে যায়। রোহিঙ্গারা জানান, মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কিলিং মিশনের সদস্যরা হেড মাঝি মোহাম্মদ নুরকে পরিকল্পিতভাবে গলা মুখ ও মাথায় কুপিয়ে হত্যা করেছে।

একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদ নুর এক সময় আরসা বাহিনীর সদস্য ছিলেন। আন্তঃ দ্বন্দের জের ধরে গত বছর রমজান মাসেও দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশে অনুরূপভাবে হামলা করেছিল। কিন্তু সে বার তিনি প্রাণে বেঁচে গেলেও দ্বিতীয়বার সন্ত্রাসীদের টার্গেটে আর বাঁচতে পারেননি।

এদিকে খবর পেয়ে এবিপিএন পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে বলে জানিয়েছেন উখিয়া থানার সাব ইন্সপেক্টর আসাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে