সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে বিআরটিএ'র অভিযানে জরিমানা

চট্টগ্রাম বু্যরো
  ০৬ মার্চ ২০২৫, ০০:০০
চট্টগ্রামে বিআরটিএ'র অভিযানে জরিমানা

চট্টগ্রাম নগরে যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অভিযানে ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটবিহীন ৫টি গাড়িকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর হালিশহর থানার বড়পুল এবং খুলশী থানার আমবাগান এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।

অভিযানে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশে সারাদেশে অবৈধ ও ডকুমেন্ট হালনাগাদ না করার যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে হালিশহর থানাধীন বড়পুল এলাকায় এবং দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটবিহীন পাঁচটি গাড়িকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে