বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের পক্ষ থেকে এসি ও হাই ভোল্টেজ মেশিনারিজের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদু্যৎ ঘাটতি, অতিরিক্ত বিদু্যৎ ব্যয় ও সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে এ নির্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদু্যৎ ঘাটতি এবং বাজেটের অতিরিক্ত বিদু্যৎ ব্যয়ের কারণে বিশ্ববিদ্যালয়ে বিদু্যৎ সরবরাহের চাপ তৈরি হয়েছে। এছাড়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিভিন্ন বিভাগ ও দপ্তরে এসি ও হাই ভোল্টেজ মেশিনারিজ স্থাপন করা হয়েছে, যা নিয়মবহির্ভূত। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উলেস্নখ করা হয়, বিভাগগুলো শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফি আদায় করে থাকলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এসি ক্রয় ও ব্যবহার করা হচ্ছে, যা নিয়মবহির্ভূত। এছাড়া, অতিরিক্ত এসি ও হাই ভোল্টেজ মেশিনারিজ ব্যবহারের কারণে ভোল্টেজের অস্বাভাবিক ওঠানামা হচ্ছে, যার ফলে অফিসের কম্পিউটার, ল্যাবের যন্ত্রপাতি প্রায়ই নষ্ট হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এসব বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থাপন করা এসি ও হাই ভোল্টেজ মেশিনারিজের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে যেকোনো দুর্ঘটনার দায়ভার সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তরের ওপর বর্তাবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে লিখেন, সেশন জট না কমিয়ে আপনি কমালেন কার্বন নিঃসরণ।
শাহেদ হোসেন নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক লিখেন, 'দেশের চলমান বিদু্যৎ সংকটের কথা ভেবে বলতেই হয় এটা একটা শুভ উদ্যোগ। দেশ ও দশের প্রয়োজনে এভাবে স্যাক্রিফাইসিং মনোভাব নিয়ে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত। যেহেতু শিক্ষার্থীবান্ধব, দেশ ও সমাজ সচেতন ভিসি ম্যাম এরকম একটা শুভ উদ্যোগ নিয়েছেন, তাই তার অফিস এবং বাসভবনের এসির সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে উক্ত উদ্যোগের উদ্বোধন ঘোষণা করার সাদর আহ্বান জানাচ্ছি।'
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদু্যৎ সংকট ও আর্থিক ক্ষতি রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।