শেরপুরের নালিতাবাড়ীর দক্ষিণ রানীগাঁও ছিরু হাজী বাড়ী জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে এগাড়োটায় মোনাজাতের পর মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমীন। মসজিদটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করা হয়। মসজিদ কমিটি, মহলস্নার যুব সমাজ, কিশোরদের ও বিভিন্ন দাতাদের অনুদানের সহযোগীতায় প্রথম ছাদ ঢালাইয়ের কাজ করা হয়। আর্থিক সংকট থাকয় পরবর্তীতে মসজিদটির দুই তলার ছাদের কাজ করা হবে। ১৯৮৪ সালে স্থাপিত হয়েছে ছিরু হাজী বাড়ী জামে মসজিদটি। প্রতিষ্ঠাতা হলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলামের বাবা আস্কর আলী।