নীলফামারীর প্রত্যন্ত পলস্নীতে আধুনিক যন্ত্রপাতির ভিড়ে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। তবে গরু নয়, ঘোড়া জোড়া দিয়ে হাল চাষ করে জীবিকা নির্বাহ করছেন নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ী চৌরঙ্গী এলাকার আনারুল ইসলাম।
আনারুল ইসলাম জানান, অভাবের তাড়নায় নিজের জমি না থাকায় অন্যের জমি চাষ করেন তিনি। তার এই কাজে সঙ্গী তার বিশ্বস্থ ঘোড়া। প্রতিদিন ঘোড়া জোড়া দিয়ে হাল চাষ করে তিনি ১ হাজার পাচঁশত টাকা থেকে ২হাজার টাকা আয় করেন। যা দিয়ে চলে তার সংসার। এই পরিশ্রমী জীবনযাপন স্থানীয়দের নজর কেড়েছে। অনেকেই তার কাজের প্রশংসা করছেন। তারা বলছেন, আনারুল ইসলাম প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে যে কোনো কঠিন কাজও সহজ করা সম্ভব।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল জানান, আধুনিক কৃষি প্রযুক্তির যুগেও, আনারুল ইসলামের মতো কিছু মানুষ এখনো ঐতিহ্যকে ধরে রেখেছেন। তাদের এই প্রচেষ্টা শুধু জীবিকা নির্বাহের উপায় নয়, বরং গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন।