শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ট্রাক স্ট্যান্ডের জমির দাবিতে গাজীপুরে চালকদের বিক্ষোভ মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
ট্রাক স্ট্যান্ডের জমির দাবিতে গাজীপুরে চালকদের বিক্ষোভ মানববন্ধন

গাজীপুর মহানগরের টেকনগরপাড়া মৌজায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ট্রাক স্ট্যান্ডের জমি স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে গাজীপুর জেলা ট্রাক, পিকআপ ট্রাকলরি ড্রাইভারস ইউনিয়নের চালকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। রোববার সকালে তারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করে।

ট্রাক চালক বাহাউদ্দিন বলেন, বিগত সময়ে তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাড়কের পাশে ট্রাক স্ট্যান্ড ছিল। কিন্ত ওই এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে তথা ফ্লাইওয়ে নির্মাণের সময় ২০১৮ সালে স্থানীয় জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পুলিশ প্রসাশন ওই ট্রাক স্ট্যান্ড টেক নগরপাড়া এলাকায় খাসজমিতে স্থানান্তর করে। কিন্তু এক ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করেন। শুধু তাই নয় সেখান থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য চালকদের নানা হুমকি ও জুলুম নির্যাতন করছে।

বিক্ষোভ ও মানববন্ধন শেষে তারা গাজীপুর জেলা প্রশাসকের কাছে জমির জন্য আবেদন ও স্মারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে